ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪

ভারতের এশিয়া কাপের মিশন প্রায় শেষ

আজকের ম্যাচে হারলে এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন শেষই হয়ে যাবে বলা যায় ভারতের জন্য। এমন ম্যাচেই কিনা টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। ১৩ রানে ২ উইকেট থেকে অধিনায়ক রোহিত শর্মা আর সূর্যকুমার যাদবের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ভারতের স্কোর দাড়ায় ৮ উইকেটে ১৭৩ রান। মাত্র ৪১ বলে ৭১ রানের ইনিংস খেলে দলকে যেন সামনে থেকেই নেতৃত্ব দেন রোহিত।দুবাইয়ের স্পোর্টস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় মাঠে নামে দুই দল। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে আজ জিততেই হবে রোহিত শর্মার দলকে। লঙ্কানদের বিপক্ষে হেরে গেলে ফাইনালে খেলার সুযোগ অনেকাংশেই শেষ হয়ে যাবে ভারতের জন্য। অন্যদিকে আজ ভারতকে হারাতে পারলে, ফাইনালে এক পা দিয়েই রাখবে শ্রীলঙ্কা।কঠিন হিসেব মাথায় নিয়ে ওপেনিংয়ে নেমে শুরুটা বেশ দেখেশুনেই করেছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা আর লোকেশ রাহুল। দিলশান মাদুশাঙ্কার প্রথম ওভার থেকে আসে মাত্র ৪ রান।মহেশ থিকসানার দ্বিতীয় ওভারের প্রথম তিন বলে তিন সিঙ্গেল নেয়ার পর চতুর্থ বলে বলকে বাউন্ডারি ছাড়া করেন রাহুল। তবে ঠিক পরের বলেই যেন বাউন্ডারির প্রতিশোধটা নিয়ে নেন থিকসানা। রাহুলের পায়ে বল লাগলে লেগ বিফোরের আবেদন করেন লঙ্কানরা। সেই আবেদনে সাড়া দিয়ে আউট দিয়েও দেন আম্পায়ার। রিভিউ নিয়েছিলেন ভারতীয় ওপেনার, তবে ব্যর্থ হয়েই মাঠ ছাড়তে হয় তাকে। ৭ বলে ৬ রান করেই প্যাভিলিয়নে ফেরেন রাহুল।ঠিক পরের ওভারেই আরেকটি ধাক্কা খায় ভারত। দীর্ঘদিন ফর্মে না থাকার পর এবার এশিয়া কাপের শুরু থেকেই ব্যাটে রান ফেরানোর ইঙ্গিত দিয়েছিলেন বিরাট কোহলি। গত দুই ম্যাচে টানা ফিফটিও তুলে নিয়েছিলেন সাবেক এই অধিনায়ক। তবে আজ কোহলিকেও ফিরতে হয়েছে খালি হাতেই। ক্রিজে এসে ৫ বল খেলে মাদুশাঙ্কার বলে সরাসরি বোল্ড হয়ে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন কোহলি। মাত্র ১৩ রানেই ২ উইকেট হারিয়ে বেশ বিপদে পড়ে যায় ভারত।শুরুতেই ২ উইকেট হারানো ভারতের ব্যাটিংইয়ে হাল ধরেন অধিনায়ক রোহিত আর সূর্যকুমার যাদব। চামিকা করুণারত্নের চতুর্থ ওভারে রোহিতের একটি চারসহ ৭ রান তুলে নেয় ভারত। পঞ্চম অভার করতে আসা আশিথা ফার্নান্দোর ওপরও চড়াও হন রোহিত। পরপর দুই বলে ছয় আর চারের সাথে ফার্নান্দোর ওভার থেকে ১৪ রান তুলে নেয় ভারত।পাওয়ার প্লে’র শেষ ওভারটি করতে আসেন মহেশ থিকসানা। রোহিত এবার আক্রমণাত্মক হয়ে উঠেন তার ওপরও। থিকসানার করা দ্বিতীয় বলেই স্কয়ার লেগ দিয়ে বলকে বাউন্ডারি ছাড়া করেন রোহিত। এই ওভার থেকে আসে ৮ রান।পাওয়ার প্লে’র ৬ অভার শেষে ভারতের সংগ্রহ দাড়ায় ২ উইকেটে ৪৪ রান। ৩ চার আর ১ ছয়ে ১৮ বলে ২৯ রান নিয়ে পাওয়ার প্লেতে ভারতকে টিকিয়ে রাখেন আধিনায়ক রোহিত শর্মা।পাওয়ার প্লে শেষ হওয়ার পরযেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন ভারতের অধিনায়ক। দশম ওভারে আশিথা ফার্নান্দোর বলে ছয় চারে ১৪ রান তুলে নেন রোহিত। সঙ্গীকে দেখে এবার হাট খুলতে শুরু করেন সূর্যকুমারও। পরের ওভারেই মাদুশাঙ্কাকে আছড়ে ফেলেন বাউন্ডারির বাইরে।১২তম ওভারে রোহিতের ঝড়ের প্রভাবটা বেশি বুঝতে পেরেছেন হাসরাঙ্গা ডি সিলভা। ২ ছয় আর ১ চারে সিলভার ওভার থেকে রোহিত তোলেন ১৮ রান। ১৩ রানে ২ উইকেট থেকে ভারতের স্কোর গিয়ে দাড়ায় ২ উইকেটেই ১০৯ রানে।তবে দলকে আর বেশিক্ষণ টানতে পারেননি রোহিত। চামিকা করুণারত্নের পরের ওভারেই দ্বিতীয় বলেও বড় শটই মারতে চেয়েছিলেন রোহিত। তবে ডিপ পয়েন্টে ধরা পড়েন পাথুম নিশাঙ্কার হাতে। ৫ চার আর ৪ ছয়ে ৪১ বলে ৭১ রান করে সাজঘরে ফেরেন রোহিত।অধিনায়কের বিদায়ের পর আর বেশিক্ষন টিকতে পারেননি সূর্যকুমারও। খুব বেশি টি-টোয়েন্টি সুলভ না হলেও ২৯ বলে ৩৪ রানের কার্যকরী ইনিংস খেলে শানাকারত বলে থিকসানার হাতে ক্যাচ দিয়ে উইকেট হারান সূর্যকুমার।এরপর হার্দিক পান্ডিয়া আর ঋষভ পান্ত মিলে দ্রুত দলের রান বাড়ানোর চেষ্টা করেন। পান্তের সাথে ৩০ রানের জুটিউ গড়ে ১৩ বলে ১৭ রান করেই ফেরেন পান্ডিয়া। পান্তও ফেরেন ঠিক একইরকম ১৩ বলে ১৭ রান করে। ১৯তম ওভারে পান্তের সঙ্গে দীপক হুদার উইকেটও তুলে নেন মাদুশাঙ্কা। লঙ্কানদের হয়ে ৪ ওভারে ২৪ রান দিয়েই ৩ উইকেট তুলে নেন পেসার মাদুশাঙ্কা।শেষ ওভারে বোলিংয়ে ফিরে করুণারত্নে তুলে নেন ভুবনেশ্বর কুমারের উইকেট। ওভারের পঞ্চম বলে তাকে ছয় মেরে দলের রান বাড়িয়ে নেন রবীচন্দ্রন অশ্বিন। ইনিংসের শেষ ওভার থেকে ভারত তোলে ১২ রান।নির্ধারিত ২০ ওভার শেষে ভারতের স্কোর দাড়ায় ৮ উইকেটে ১৭৩ রান। শুরুর ধাক্কা সামলে ভারত যে এতোদূর আসতে পেরেছে তার পেছনে ওই রোহিত শর্মার ক্যাপ্টেন্স নক। ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হোলে কেহন ভারতীয় বোলারদের নিজেদের কাজটা ঠিকঠাকমতো করতে হবে।

ads

Our Facebook Page